পুবের কলম ওয়েবডেস্কঃ : ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কোনও কোনও জায়গায় সেঞ্চুরি করে ফেলেছে তরল সোনা। একলাফে অনেকটাই বেড়ে গেল কলকাতাতেও এর দাম।যার জেরে দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। অতিমারির মধ্যে গত ৪ মে থেকে এই নিয়ে ৩১ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল।
মুম্বইয়ে রবিবার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা ৫৬ পয়সা, যা গতকাল ছিল ১০৪ টাকা ২২ পয়সা।ডিজেলের দাম এদিন হয়েছে ৯৬.৪২ টাকা। শনিবার ছিল ৯৬.১৬ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৭৫ পয়সা। শনিবার ছিল ১০১ টাকা ৩৯ পয়সা। হায়দরাবাদে পেট্রোলের দাম পৌঁছল ১০২.৩২ টাকা। যা আগেরদিন ছিল ১০১.৯৬ টাকা।জয়পুরে পেট্রোলের দাম রবিবার বেড়ে দাঁড়িয়েছে ১০৫.১৮ টাকা।শনিবার সেটা ছিল ১০৪ টাকা ৮১ পয়সা। পাটনাতে হয়েছে ১০০ টাকা ৪৭ পয়সা। আগের দিনই দাম ছিল ১০০.১৪ টাকা।ত্রিবান্দামে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৪৪ পয়সা। আগেরদিন সেই দাম ছিল ১০০.০৯ টাকা। কলকাতাতেও বেড়েছে পেট্রোলের দাম। এদিন তিলোত্তমায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। রবিবার ছিল ৯৭ টাকা ৯৭ পয়সা।শহরে বেড়েছে ডিজেলের দামও। এদিন ডিজেলের দাম ৯১ টাকা ৭৫ পয়সা। শনিবার যা ছিল ৯১ টাকা ৫০ পয়সা।
মহামারীর সময়ে নাজেহাল রাজ্যবাসী। তার উপর কর্মহীন বহু মানুষ। কাজের জন্য মানুষের এখন ‘চাতক জল পান’-এর মতো হাল। এই পরিস্থিতিতেও রোজ জ্বালানি মূল্য বৃদ্ধি। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস-তূণমূল কংগ্রেস সহ বহু রাজনৈতিক দল। তাতেও অবশ্য কেন্দ্রের কোনও হেলদোল নেই। রবিবার ফের মূল্যবূদ্ধিতে সেই কথাই প্রমাণ দিল।