পুবের কলম, ওয়েবডেস্ক: লাগামছাড়া গতিতে বেড়ে চলেছে পেট্রোলের ডিজেলের দাম। করোনা আবহে দেশবাসীর আশঙ্কা বাড়িয়ে উত্তোরত্তর বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। এক দু’দিন অন্তর অন্তরই লাগাতার গতিতে এই দাম বেড়ে চলায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। করোনা সংকটে দেশবাসীর কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি দ্রব্যের দাম বৃদ্ধি। দাম বাড়ছে ৪৮ বা ৭২ ঘণ্টা পর পর। জ্বালানির দাম বাড়ায় প্রবল চাপ বাজার অর্থনীতিতে। সাধারণ জিনিসের দাম আকাশছোঁয়া। দেশের অনেক শহরেই এখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ও ডিজেলের দাম ১০১ টাকা প্রতি লিটার৷ রাজধানী দিল্লিতে মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৮ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা৷ দিল্লিতে পেট্রোলের দাম আজ ৯৭.৫০ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৮.২৩ টাকা৷ পাশাপাশি বাণিজ্য নগরী মুম্বইতে মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৩.৬৩ টাকা এবং ডিজেল ৯৫.৭২ টাকা৷ লখনউতে পেট্রোলের দাম ৯৪.৭০ টাকা এবং ডিজেল ৮৮.৬৪ টাকা। পাটনায় পেট্রোলের দাম ৯৯.৫৫ টাকা এবং ডিজেল ৯৩.৫৬ টাকা প্রতি লিটার। রাঁচিতে ডিজেল ৯৩.১৩ টাকা এবং পেট্রোল ৯৩.৩৫ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৯৭.৩৮ টাকা এবং ডিজেল ৯১.০৮ টাকা। জয়পুরেও পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। জয়পুরে পেট্রোলের দাম ১০৪.১৭ টাকা এবং ডিজেল ৯৭.২৭ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরুতে পেট্রোল ১০০.৭৬ টাকা এবং ডিজেল ৯৩.৫৪ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ৯৮.৬৫ টাকা এবং ডিজেল ৯২.৮৩ টাকা প্রতি লিটার।
দেশে ডিজেলের দাম বাড়ায় প্রবল চাপে বাজার অর্থনীতি৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া ৷ শুধু চলতি মাসেই এই নিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ল ১২ বার। মে মাসে দাম বেড়েছিল ১৬ বার। ৪ মে থেকে দফায় দফায় বেড়েছে দাম। দেশের চার বড় শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়েছে। দেশের ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে।