পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা অতিমারির কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কানোয়ার যাত্রা স্থগিত রাখেনি। কোভিডবিধি মেনে কানোয়ার যাত্রার অনুমতি দিয়েছে যোগী প্রশাসন। আর এরপরই বুধবার সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ সরকারকে। নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকেও। শুনানি শুক্রবার।
নোটিসে শীর্ষ আদালত জানিয়েছে, দেশের প্রধানমন্ত্রী ও চিকিৎসক-বিশেষজ্ঞরা বারবার বড় জমায়েত থেকে দূরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আরজি জানাচ্ছেন। ঠিক তখনই এমন এক ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সম্মতি দিচ্ছে যোগী সরকার। এই ধরনের সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের বিভ্রান্তিতে ফেলে দেবে।
শীর্ষ আদালতের আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে, ‘‘এব্যাপারে সংশ্লিষ্ট সরকারের মতামত জানতে চাই আমরা। ভারতের নাগরিকরা এতে বিভ্রান্ত হবেন। তাঁরা বুঝতেই পারছেন না কী হচ্ছে। এমন একটা সময়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও রকম আপোষ করা চলবে না।’’