পুবের কলম ওয়েবডেস্কঃ পেগাসাস ইস্যুতে তোলপাড় গোটা দেশ। ইজরায়েলি গোয়েন্দার স্পাই ম্যালওয়ার পেগাসাস দিয়ে আড়ি পাতা হচ্ছে বিশ্বজুড়ে তাবড় তাবড় মানুষদের ফোনে। ব্রিটিশ সংবাদসংস্থা দ্য গার্ডিয়ান প্রথম এই তথ্য প্রকাশ্যে আনে।
এই পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কার্যত ধুয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আড়িপাতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের ফোনের ক্যমেরায় প্লাস্টার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার দলনেত্রীর দেখানো পথে হাঁটলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। নিজের মোবাইল ক্যামেরায় প্লাস্টার করলেন তিনি।উল্লেখ্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমত বন্দ্যোপাধ্যায় ” আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে পারছিনা, কারণ ফোন ট্যাপ করা হচ্ছে।তাই ফোনই প্লাস্টার করে দিয়েছি”। এবার তাৎপর্যপূর্ণ ভাবে নিজের স্মার্টফোনে প্লাস্টার করলেন বীরভূমের দাপুটে তৃণমুল নেতা অনুব্রত মণ্ডল। তবে এই নিয়ে সরাসরি কোন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অনুব্রত।