পুবের কলম ওয়েব ডেস্কঃ অবরোধ প্রত্যাহার ছাড়া গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রসংঘ ও কাতারের সহযোগিতা এবং মিশরের মধ্যস্থতায় ইসরাইল-গাজার মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এই মন্তব্য করেছে ফ্রান্সের বিদেশমন্ত্রক। প্যারিস জানায়, ইউরোপীয় ও আঞ্চলিক অংশীদারদের সাথে ফিলিস্তিনে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
এক বিবৃতিতে ফ্রান্স সরকার বলেছে, ‘অবরোধ তুলে নেওয়া ছাড়া গাজায় স্থায়ী স্থিতিশীলতা আসবে না।’ সব পক্ষকে এ আবেদনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ফ্রান্স জানায়, এর ফলে আঞ্চলিক উত্তেজনা এবং অসামরিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে। ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ফ্রান্স গাজায় প্রবেশের রুটগুলো দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার অনুরোধ করেছে।
গাজায় মানবিক সহায়তা, জ্বালানি প্রবেশ এবং আহত ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত স্থানান্তরের জন্য ইসরাইলকে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রক জানায়, ইসরাইলি বিমান হামলায় ৫ বছর বয়সী একটি শিশুসহ কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩৬০ জনেরও বেশি আহত হয়েছেন। রাষ্ট্রসংঘের মতে, এ হামলায় গাজার কয়েকশ পরিবারের আবাসন ধ্বংস হয়ে গেছে। বেশ কিছু বাড়ি একেবারে ধুলোয় মিশে গেছে।