পুবের কলম প্রতিবেদক: বর্ষা প্রবেশ করতেই ফের পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল শহর কলকাতায়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে তারা সুন্দরী পার্ক এলাকায় কে কে টেগোর স্ট্রিটে। ওই এলাকায় আচমকাই পুরনো এক বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় মাথায় আঘাত লেগে জখম হন এক ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটি বহুদিনের পুরনো ছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণে অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে বাড়িটি। এমনকি দেওয়ালের একাধিক জায়গা থেকে গাছ গজিয়ে উঠেছিল। শনিবার তেমনই একটি গাছ ভেঙে পড়ায়, তার সঙ্গে বারান্দার একাংশও ভেঙে পরে। সেই সময় ওই বাড়ির নিচেই দাঁড়িয়েছিলেন ওই এলাকারই এক ব্যক্তি। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির মাথাতেই ভেঙে পড়ে বারান্দার অংশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।