পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আবহে চলটি মাস থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সংবাদসংস্থা সূত্রের খবর আগামী ১৯ জুলাকি থেকে শুরু হচ্ছে অধিবেশন। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। কোভিড প্রটোকল মেনেই হবে বসবে অধিবেশন। ছুটির দিন বাদ দিয়ে মোট ২০ দিন চলবে অধিবেশন। কোন সাংসদ বা সংশ্লিষ্ট কর্মীর যদি টিকা না নেওয়া থাকে তাহলে লোকসভার সচিবালয়ে টিকা নেওয়ার ব্যবস্থা থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই বিরোধী দলের সাংসদদের কাছে আবেদন জানিয়েছেন সুষ্ঠুভাবে যেন অধিবেশন চলতে দেওয়া হয়। উল্লেখ্য চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ। করোনা রুখতে বিনামূল্যে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। এর আগে সাংসদদের টিকাগ্রহণ বাধ্যতামূলক ছিলনা। বাজেট এবং শীতকালীন অধিবেশনেও সেভাবে ছিলনা সংসদদের উপস্থিতি। বন্ধ ছিল বিতর্ক , জিরো আওয়ারের কাজ, অনেক সাংসদ ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেন। ফলে বাদল অধিবেশনে অংশ নেওয়ার সময় যাতে সাংসদদের কমপক্ষে একটি ডোজ টিকা ণেওয়া ঠাক তার অনুরোধ জানানো হয়েছে।সাংবাদিকরাও টিকা না নিলে প্রবেশ করতে পারবেননা। টিকা না নেওয়া থাকলে লোকসভা সচিবালয়ের থেকে টিকা নেওয়ার ব্যবস্থা থাকবে।