পুবের কলম, ওয়েবডেস্ক: ইজরায়েলি গোয়েন্দা সংস্থার পেগাসাস ম্যালওয়ার নিয়ে সারা বিশ্ব তোলপাড়। ইজরাইলি সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) তৈরি স্পাইওয়্যার পেগাসাসের নজরদারির তালিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ফোনও ছিল বলে দেশটির সংবাদমাধ্যম ডন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে।
পাকিস্তানের কমপক্ষে ১০০টি ফোন নম্বর পেগাসাসের টার্গেট তালিকায় ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। পেগাসাস ম্যালওয়ার দিয়ে বিশিষ্ট মানুষদের ফোনে আড়ি পাতার ঘটনায় সরগরম সারা বিশ্ব। ভারতেও এর প্রভাব পড়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান প্রথম ইজরায়েলের পেগাসাস দিয়ে ফোনে আড়ি পাতার ঘটনার পর্দা ফাঁস করে। কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইজরাইলি গোয়েন্দা সংস্থা। ইজরাইলি সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থার (এনএসও) তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা সামনে এসেছে। তবে পেগাসাসের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনএসও।