পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথম কোনও ভাসমান গ্যাস টার্মিনাল নির্মাণ করেছে তুরস্ক। আর এই টার্মিনালটির নামকরণ করা হয়েছে তুর্কিদের পূর্বপুরুষ ও উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা এরতুগরুল গাজীর নামে। ২৫ জুন শুক্রবার তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী জেলা হাতায়ের জলসীমায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান ভাসমান টার্মিনালটির উদ্বোধন করেন। এরপর জাহাজটি পানিতে আনুষ্ঠানিক ভাবে নোঙর করে। এই টার্মিনালটি প্রতি ২৪ ঘন্টায় অন্তত ২৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করতে পারবে। এর সক্ষমতা তুরস্কে সরবরাহকৃত মোট গ্যাসের প্রায় ৮.২ শতাংশ।
তুরস্কের জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ফাতিহ দোনমেজ এ প্রসঙ্গে বলেন, ’এরতুগরুল গাজী’ নামের ভাসমান টার্মিনাল জাহাজটি গত এপ্রিলে তুরস্কে এসে পৌঁছেছে। এই প্রথম কোনও ভাসমান টার্মিনাল এবং পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ)-এর মাথার উপর তুরস্কের জাতীয় পতাকা উড়বে। আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, নোঙর করা এ জাহাজটি আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সবদিক থেকে এটি আমাদের দেশের জন্য কল্যাণ ও সুফল বয়ে আনবে।
’এরতুগরুল গাজী’ জাহাজটি দক্ষিণ কোরিয়ার হুন্দাই শিপইয়ার্ডে নির্মাণ করা হয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ বহন ক্ষমতাসম্পন্ন গ্যাস পরিশোধনকারী জাহাজগুলোর একটি, যা দৈনিক অন্তত ২৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহে সক্ষম। এটির দৈর্ঘ্য ২৯৫ মিটার এবং প্রস্থ ৪৬ মিটার এবং উচ্চতা অন্তত ৬৩ মিটার।
প্রসঙ্গত, মহান তুর্কি বীর এরতুগরুল গাজী ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান (১২৫৭-১৩২৬)-এর পিতা। এরতুগরুল বিক্ষিপ্ত হয়ে পড়া তার পূর্বপুরুষ ও স্বজাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরে তার কনিষ্ঠ পুত্র উসমান গাজী ঐক্যবদ্ধ জাতিকে আরও শক্তিশালী করে ১২৯৯ সালে উসমানীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এজন্য এরতুগরুল গাজীকে উসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টাও বলে থাকেন অনেকে।