পুবের কলম, ওয়েবডেস্ক: বসের নির্দেশে অফিসের ম্যানেজারকে পিটিয়ে খুনের অভিযোগ। মালিক সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহাজানপুরে। ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী ম্যানেজার শিবম জোহরির। দেহে ইলেকট্রিক শকের চিহ্ন ছাড়াও বেশ কিছু অসঙ্গতিপূর্ণ আঘাতের চিহ্ন মিলেছে।
সূত্রের খবর, চুরির অভিযোগে বসের নির্দেশে ম্যানেজারকে পিটিয়ে খুন করা হয়। অফিসের অন্যান্য কর্মচারিদের অভিযোগ তাদেরও নানাভাবে হেনস্থা করা হয়েছে। মৃত শিবম জোহরির দেহ একটি সরকারি হাসপাতালের বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ম্যানেজার খুনের মামলায় মালিক বঙ্কিম সুরি সহ সাতজনের নামে মামলা দায়ের হয়েছে। শিবম জোহরি এই পরিবহন সংস্থায় গত সাত বছর ধরে বঙ্কিম সুরির অধীনে ম্যানেজারের পদে কর্মরত ছিলেন।
ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। সেই ভিডিয়োটি শেয়ার করেছেন একজন সাংবাদিক। সেখানে দেখা গেছে, শিবমের হাত বাধা রয়েছে একটি খুঁটির সঙ্গে, তাকে রড দিয়ে মারছে অপর এক ব্যক্তি।
শিবমের মৃতদেহ মঙ্গলবার রাতে হাসপাতালের বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, শিবমকে ইলেক্ট্রিক শক দিয়ে মারা হয়েছে। মৃতের দেহে অসঙ্গতিপূর্ণ আঘাতের চিহ্ন মিলেছে। ভিডিয়োতে শিবমের শরীরের একাধিক জায়গায় কালশিটের চিহ্ন দেখা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিশিষ্ট ব্যবসায়ী কানহিয়া হোসিয়ারির একটি প্যাকেজিং খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সূত্র ধরেই, ঘটনায় পরিবহন কোম্পানির বেশ কয়েকজন কর্মচারীকে চুরির অপবাদে হেনস্থা করা হয়। পুলিশকে এক কর্মী তার বয়ানে জানিয়েছেন, কোম্পানির আরও দুই কর্মচারি সহ তাকেও মারধর করা হয়েছে।
কানহিয়া হোসিয়ারির মালিক নীরজ গুপ্তও খুনের মামলার সাত আসামির মধ্যে রয়েছেন। পুলিশ এই ঘটনায় কানহিয়া হোসিয়ারির দফতরের সামনে থেকে একটি গাড়িকে বাজেয়াপ্ত করেছে। এই গাড়িটির সঙ্গে অপরাধের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।