পুবের কলম প্রতিবেদক: ঈদের দিন থেকেই চালু হয়ে গেল এপি-১/৪ ক্যানাল সাউথ রোডে তৃণমূল কংগ্রেসের নতুন অস্থায়ী রাজ্য অফিস। যজ্ঞ করে রীতিমতো মহাসমারোহে এদিন সেখানে হল গৃহপ্রবেশ। সকাল থেকেই দলের বিভিন্ন শাখার নেতারা এ দিন এই উপলক্ষে মেট্রোপলিটনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। একইসঙ্গে এদিন তপসিয়ার পুরনো রাজ্য পার্টি অফিসেও ভিত পুজো করে নতুন করে সংস্কার কাজ শুরু হল।
যাই হোক এ দিন থেকেই সরকারিভাবে রাজ্যের শীর্ষ নেতৃত্ব অস্থায়ী পার্টি অফিসে বসবেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ কর্মী সমর্থকদের কথা শোনার জন্য সপ্তাহের প্রত্যেকদিন কেউ-না-কেউ এই অস্থায়ী তৃণমূল ভবনে বসবেন।
সূচি অনুযায়ী যেমন সোমবার সকাল ১১ টা থেকে ১ টা তৃণমূল ভবনে থাকবেন সর্বভারতীয় আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন। ওইদিন ১ টা থেকে ৩ টে সেখানে থাকবেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনটে থেকে পাঁচটা সেকেন্ডারি টিচার্স এসোসিয়েশনের তরফে থাকবেন দিব্যেন্দু মুখার্জি। একইভাবে মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১ টা তৃণমূল ভবনে থাকবেন সর্বভারতীয় আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন। ওইদিন ১ টা থেকে ৩টে সেখানে থাকবেন তৃণমূল মাইনোরিটি সেলের সভাপতি হাজী শেখ নুরুল ইসলাম। এরপর বিকেলে ৩ টে থেকে ৫ টা সেখানে বুদ্ধিজীবী সেলের তরফে থাকবেন ওয়াইজুল হক।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত বসবেন রাজ্যের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার ১ টা থেকে ৩ টে সেখানে থাকবেন প্রাইমারি টিচার্স সেলের সভাপতি অশোক রুদ্র। বিকেলে ৩ টে থেকে ৫ টা সেখানে বসবেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমা ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ৩ টে সেখানে বসবেন সংসদ শান্তনু সেন। ওই দিন বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বসবেন ওয়েব কুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু। শুক্রবার দুপুর ১ টা থেকে ৩ টে বসছেন হিন্দি সেলের সভাপতি বিবেক গুপ্তা। ওই দিন বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বসবেন এসসি-এসটি সেলের তরফে তাপস মন্ডল। শনিবার ১১টা থেকে ১টা তৃণমূল ভবনে থাকবেন জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। ১টা থেকে ৩ টে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং ৩ টে থেকে ৫ টা থাকবেন বঙ্গ জননী সংগঠনের সভানেত্রী মালা রায়।
এভাবেই আগামী দিনগুলো নতুন তৃণমূল ভবন কর্মমুখর থাকবে। দলের তরফ থেকে জানানো হয়েছে সমান্তরালভাবে এই অফিস থেকেই তৃণমূল যুব কংগ্রেস এবং জনসংযোগ মূলক কর্মসূচির কাজকর্ম চলবে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে চায় রাজ্যের শাসক দল। সেক্ষেত্রে নতুন এই তৃণমূল ভবনকে ওয়ার রুম করে ঝাঁপাতে চাইছে তৃণমূল।