পুবের কলম ওয়েব ডেস্ক: টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া চেক প্রজাতন্ত্র ভলিবল দলের সদস্য ওন্দ্রে পেরুসিচের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন অলিম্পিক কমিটি এক বিবৃতিতে গেমস ভিলেজে ২৬ বছর বয়সী পেরুসিচের পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায়। পাশাপাশি চেক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার চার্টার্ড ফ্লাইটে প্রাগ থেকে টোকিওতে অবতরনের পর তাদের দলের একজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হন। আগামী ২৬ জুলাই পেরুসিচের প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও আইসোলেশনে থাকার বাধ্যবাধকতার কারণে তা অনিশ্চিয়তায় মধ্যে পড়ে গিয়েছে। করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক শুরু হবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ অগাস্ট শেষ হবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের। প্রায় দর্শকবিহীন ভাবেই শুরু হবে এবারের অলিম্পিক আসর।