পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। একাধিক থানায় তাকে গ্রেফতারের দাবিতে এফআইআর দায়ের হয়েছে। মুম্বই পুলিশ সম্প্রতি নূপুর শর্মার বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন তাকে থানায় ডেকে পাঠিয়েছে। ওই দিন তার বয়ান রেকর্ড করা হবে।
এদিকে উত্তপ্ত অবস্থার মধ্যে ভিওয়ান্ডি থানায় হাজিরা এড়ালেন নূপুর শর্মা। থানায় হাজিরার দেওয়া জন্য কয়েকদিন সময় চেয়েছেন তিনি।
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল থানায়। কিন্তু এদিন তিনি হাজিরা দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন। তবে কতদিন সময় চেয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি সিনিয়র পুলিশ কর্মকর্তা।
ওই সিনিয়র পুলিশ আধিকারিক আরও জানান, একটি বৈদ্যুতিন চ্যানেলে একটি বিতর্কে অংশ নেওয়ার সময় নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার উপরে। গত ৩০ মে রাজা অ্যাকেডেমির এক প্রতিনিধি তার বিরুদ্ধে ভিওয়ান্ডি থানায় অভিযোগ দায়ের করেন। নবী সা. কে নিয়ে দিল্লি বিজেপির মিডিয়া বিভাগের বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দালের বিতর্কিত ট্যুইটের কারণে তার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। আগামী ১৫ জুন তার মামলা রেকর্ড করা হবে।
এদিনে এই উত্তপ্ত বাতাবরণের মধ্যে রবিবার নূপুর শর্মার বক্তব্যের সমর্থনকারী ১৯ বছরের এক মুসলিম যুবককে আটক ভিওয়ান্ডি থানার পুলিশ। ধৃত যুবক এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি উসকানিমূলক পোস্ট করার পরেই তাকে আটক করে পুলিশ।
ভিওয়ান্ডির ডেপুটি কমিশনার অফ পুলিশ(জোন-২) যোগেশ চভন জানিয়েছেন, ধৃত ইতিমধ্যেই তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। তবে আটক ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বৈষম্য, শত্রুতা বা ঘৃণার অনুভূতি প্রচার করা) মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ যোগেশ চভন সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ, নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। গোটা বিশ্বেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। থানের মুম্বারা পুলিশ নূপুর শর্মাকে তার মন্তব্যের বিষয়ে বক্তব্য রেকর্ড করার জন্য ২২ জুন হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে। মুম্বই পুলিশও আগামী ২৫ জুন থানায় ওই দিন তার বক্তব্য রেকর্ড করার জন্য হাজিরার নির্দেশ দিয়েছে। ঘটনার দিন বিতর্কিত মন্তব্যের ভিডিও বৈদ্যুতিন চ্যালেলের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে গত ৫ জুন নূপুর শর্মা ও দিল্লি বিজেপির মিডিয়া বিভাগের প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কৃত করে বিজেপি।