পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনাতে যারা প্রাণ হারিয়েছেন– তাদের চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টকে এমনই জানাল কেন্দ্র। সরকারের যুক্তি– প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই এই ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়। করোনায় মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্য রোগে যারা প্রাণ হারিয়েছেন– তাদের ক্ষেত্রে অবিচার করা হবে।
সম্প্রতি করোনার ছোবলে প্রাণ হারান এমন দুই ব্যক্তির পরিবার কেন্দ্রের কাছে ক্ষতিপূরণ দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। এদিন আদালতের শুনানিতে কেন্দ্র ১৮৩ পাতার হলফনামা জমা দেয়। তাতে জানানো হয়– দেশে এখনো পর্যন্ত সংক্রমণে ৩.৮৫ লক্ষ মানুষের মৃতু্য হয়েছে। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়তে পারে। এই আর্থিক চাপের মধ্যে কেন্দ্রের পক্ষে এত সংখ্যক মানুষকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ এই ধরনের অর্থ শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই প্রযোজ্য।
বিপর্যয় মোকাবিলা আইনের ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রের তরফে বলা হয়– ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। যে হারে সংক্রমণ ছড়িয়েছে তাতে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। অতিমারি পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে। পাশাপাশি চিকিৎসা পরিষেবার খরচও বৃদ্ধি পেয়েছে। তাই রাজ্য ভারতের পক্ষে আদায় করা কর থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। পাশাপাশি জানানো হয়েছে– এবার থেকে করোনা সংক্রমণে মৃতদের ক্ষেত্রে সার্টিফিকেট ‘কোভিড ডেথ ’ বলে উল্লেখ থাকবে।