পুবের কলম ওয়েবডেস্কঃ একজন অপরাধী কে তার অপরাধের জন্য মৃত্যু দন্ড দেওয়াটা সেই রাষ্ট্রের জন্য কতোটা নৈতিক বা অনৈতিক সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে অনেকবার। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এর সময়ে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে এই বিষয়ে।
আমেরিকার বিচার বিভাগীয় দপ্তর মৃত্যুদণ্ড নিয়ে পর্যালোচনা করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, ‘‘বিচার বিভাগকে এটা নিশ্চিত করতে হবে যে আমেরিকায় যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগীয় পরিকাঠামোয় সকলকে সংবিধানের দেওয়া মার্কিন আইনের সুযোগই কেবল দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে তাঁদের বিচার স্বচ্ছ ও মানবিক ভাবে করা হচ্ছে।’
’ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে জো বাইডেন দাবি করেছিলেন তিনি ক্ষমতায় এলে মৃত্যুদণ্ডে রদে আইন করার দিকে অগ্রসর হবেন।এবার মৃত্যু দন্ড স্থগিত হওয়ায় সবাই ভাবছেন যে তিনি সেই কথা রাখার দিকেই অগ্রসর হচ্ছেন।প্রসঙ্গত, বর্তমানে ৪৬ বন্দির মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড আরও বলেছেন যে,কোনো নিরপরাধ ব্যক্তির যাতে মৃত্যুদণ্ড না সেবিষয়ে তৎপর হতে হবে সরকার কে।