পুবের কলম ওয়েব ডেস্কঃ কোর্টের বাইরে পরা যাবে না আইনজীবীর পোশাক। বাইরে বের হলেই কোট, টাই কিংবা ব্যান খুলে রাখতে হবে। এমনটাই নির্দেশ ইলাহাবাদ কোর্টের লখনউ বেঞ্চের। বিচারপতি সঙ্গীতা চন্দ্র ও নরেন্দ্র কুমার জোহরির ডিভিশন বেঞ্চ এই মর্মে উত্তরপ্রদেশ বার কাউন্সিলকে একটি নির্দেশিকা দিয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে ‘আইনজীবীরা সাধারণত ইউনিফর্ম পরে ঘটনাস্থলে যায়। কিন্তু তা বন্ধ করতে হবে। আদালত প্রাঙ্গণের বাইরে ইউনিফর্ম পরা চলবে না। প্রশ্ন হল এমন অদ্ভুত নির্দেশ কেন দিল আদালত ?
সম্প্রতি শুভাংশু সিং নামে এক আইনজীবী একটি মামলা করেন। সেই মামলায় তিনি বলেন, কিভাবে তার ওপর কিছু আইনজীবী চড়াও হয়ে হামলা করেছিল। একই সঙ্গে তিনি আদালতে বলেন, কিছু আইনজীবী ইউনিফর্মের অপব্যবহার করেন। জমি সংক্রান্ত বিবাদ হলে কিছু আইনজীবী ইউনিফর্ম পরে ঘটনাস্থলে যান। ইউনিফর্ম পরে তারা আদালতের বাইরের আসলে ‘দালালি’ করে। এদের অনেকেই জমি মাফিয়াদের হয়ে কাজ করে করে। গরিব মানুষের জমি তারা নানা কৌশলে দখল করে জমি মাফিয়াদের হাতে তুলে দেয়। বিনিময়ে টাকা পায়। আর এই কাজে তারা ইউনিফর্মের অপব্যাবহার করেন।
আইনজীবী শুভাংশু সিং আরও বলেন, তার ওপর যারা হামলা চলিয়েছিল সেই আইনজীবীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। লখনউ জেলা আদালতের সামনে আইনজীবী বলেন, গোটা আদালতেই যেন সিসিটিভি লাগানো হয়। তাহলে এই ধরনের ঘটনা হলে খুব সহজেই দোষীদের চিহ্নিত করা যাবে।