পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF Ranking 2022) প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি গর্বিত যে, NIRF 2022 ইন্ডিয়া র্যাঙ্কিং অনুসারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ কলেজগুলোর মধ্যে সেন্ট জেভিয়ার্স দেশের মধ্যে অষ্টম স্থানে। অ্যাকাডেমিক ভ্রাতৃত্ব ও ছাত্রদের’।
Proud that, according to NIRF 2022 India Ranking, Jadavpur University & Calcutta University are at first and second positions among all State aided Universities in India. Among colleges, St Xavier’s is 8th in the country. Congratulations to our academic fraternity & students.
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2022
Indian Institute of Technology, Madras tops Ministry of Education’s India Rankings 2022 of Higher Educational Institutions; Indian Institute of Science, Bengaluru & and IIT, Bombay in second and third spots respectively pic.twitter.com/AtaZZ7TNhU
— ANI (@ANI) July 15, 2022
সামগ্রিকভাবে দেশের সবকটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আইআইটি, মাদ্রাজ দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। আইআইটি, বোম্বে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ, পঞ্চাম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আইআইটি দিল্লি, আইআইটি কানপুর ও আইআইটি খড়গপুর। সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাত্রমে আইআইটি রৌরকি, আইআইটি গুয়াহাটি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-দিল্লি ও জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান পেয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আইআইএম আমেদাবাদ ভারতের সেরা বি-স্কুল। তারপরে রয়েছে আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম কলকাতা। দেশের কলেজগুলির মধ্যে শীর্ষে রয়েছে মিরান্ডা হাউস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হিন্দু কলেজ ও প্রেসিডেন্সি কলেজ।