দেবশ্রী মজুমদার, নলহাটি: বীরভূম পুলিশের পাঁচ সদস্যের বিশেষ টিম ফ্লাইটে করে সুরাটে গিয়ে নববধূকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার জেরে বীরভূম পুলিশের তৎপরতা ও দক্ষতার ভূয়সী প্রশংসাও বিভিন্ন মহলে।
জানা গেছে, গত তেইশে মে তারিখ নলহাটি থানার পাইকপাড়া গ্রামের নাজমুন্নেসা ওরফে জ্যোতি নামে এক নব বিবাহিত বছর বাইশের গৃহবধূর নামে নলহাটি থানায় মিসিং ডায়েরি করা হয়। তার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফেসবুকের মাধ্যমে পরিচয় সূত্রে নেপালের বাসিন্দা রাকেশ কুমার পাণ্ডের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে ওই গৃহ বধূ সুরাটে আছে। ফেসবুকে আলাপ থেকেই তাদের মধ্যে পরিণয় হয়। তারপর সেই যুবকের সঙ্গে প্রথমে মুম্বাই পালিয়ে যায়।
পরে ওই গৃহবধূকে সুরাটে নিয়ে চলে যায় যুবকটি। সেখানে গিয়ে গৃহবধূর বাপের বাড়িতে ছয় লক্ষ টাকা দাবি করে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, দাবি মতো টাকা না দিলে মেয়েকে বিক্রি করে দেওয়া হবে। তারপর নলহাটি থানায় একটি বিশেষ ধারায় মামলা দায়ের হয়। জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠীর নির্দেশে পাঁচ সদস্যের এক টিম তড়িঘড়ি চারদিন আগে অর্থাৎ ছাব্বিশে জুন সুরাট গিয়ে সেখান থেকে অভিযুক্ত রাকেশ কুমার পাণ্ডেকে গ্রেফতার এবং গৃহবধূকে উদ্ধার করে নলহাটি থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তাদের রামপুরহাট আদালতে তোলা হবে, বলে প্রশাসন সূত্রে জানা গেছে।( প্রতীকী ছবি)