উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: নববর্ষের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল এক বাইক আরোহীর। আহত হয়েছে আরও দু’জন। মৃতের নাম সিরাজুল মন্ডল (৩৩)। বকুলতলা থানার উত্তরপদুয়ার ঘোষালের চক এলাকায় বাসিন্দা ছিলেন সিরাজুল। ঘাতক ঘাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জয়নগর থানার পদ্মেরহাট এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মোটর বাইক চেপে তিনজন উত্তর পদুয়ার ঘোষালের চক থেকে বারুইপুরের আমতলা যাচ্ছিলেন। সেই সময় জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় মোটর বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজুল মন্ডলের। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে আহতদের অবস্থার অবনতি হলে কলকাতা স্থানান্তরিত করা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।