পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা রুখতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিকের পরে এবার আসছে ব্যতিক্রমী ভ্যাকসিন জায়কোভ-ডি।
ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলা করোনা ভ্যাকসিন জাইকোভ-ডি’ র জরুরি অনুমোদনের জন্য চলতি সপ্তাহে কেন্দ্রীয় ড্রাগস নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করতে পারে। অনুমোদিত হলে এটি হবে বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন। এর ফলে দেশে পাওয়া ভ্যাকসিনের সংখ্যা বেড়ে ৪টিতে পৌঁছবে।
এখনও পর্যন্ত, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভাক্সিন এবং রাশিয়ার স্পুটনিক-ভি ভারতে ব্যবহৃত হচ্ছে।
জানা গেছে, ক্যাডিলা চলতি সপ্তাহে জাইকোভ-ডি’র জরুরি অনুমোদনের জন্য ডিজিসিআইতে আবেদন করতে পারে। ভ্যাকসিন ট্রায়ালের ৩ ধাপের ডেটা বিশ্লেষণ প্রায় প্রস্তুত হয়েছে। সংস্থাটি এ বিষয়ে সরকারকে অবহিত করেছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি, এই টিকাটি ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের মধ্যেও পরীক্ষা করা হচ্ছে। যাদের ইতিমধ্যে গুরুতর রোগ রয়েছে, তাদের উপরেও এই ভ্যাকসিনটি পরীক্ষা করা হচ্ছে।
‘জাইকোভ-ডি’ হল ‘প্লাজমিড ডিএনএ’টিকা। এটি কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি ভারতের প্রথম টিকা হতে পারে। জাইডাস ক্যাডিলার দাবি, পরীক্ষামূলক প্রয়োগে তাদের তৈরি টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। যা একটা সদর্থক বিষয়। তা ছাড়া এই টিকার আরও একটা সুবিধা হল যে এতে সূচ ফোটানোর কোনও প্রয়োজন হবে না। এটি জেট ইঞ্জেকটরের মাধ্যমে চামড়ার মধ্যে দেওয়া হবে।
জাইডাস ক্যাডিলার ম্যানেজিং ডিরেক্টর ড. শেরভিন প্যাটেল সম্প্রতি বলেন, আমরা আশা করছি যে জুলাইয়ের মধ্যে এই টিকা উৎপাদন প্রচুর পরিমাণে শুরু হবে। সংস্থাটি এ মাসের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে।