দেবশ্রী মজুমদার, বীরভূম: তারাপীঠকে কেন্দ্র করে একুশটি কটেজসহ তারাবিতান গড়ে উঠছে রামপুরহাট সেচপল্লীতে। যার জন্য পর্যটন বিভাগের পরিচালনায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের মাধ্যমে এই আবাস স্থল পর্যটনের প্রসারে গড়ে উঠবে প্রায় সাত একর জায়গার উপর। আগেই সেচ বিভাগের কাছ থেকে এই জায়গা হস্তান্তর পর্ব শেষ হয়েছে। যার জন্য আনুমানিক পাঁচ কোটি ষোলো লক্ষ টা ব্যয়বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের টেণ্ডার হয়ে গেছে। বোলপুরের রাঙা বিতানের আদলে গ্রাম্য প্রকৃতি নির্ভর কটেজগুলো গড়ে উঠবে বলে জানা গেছে। শুরুতে বিরোধী দলের পক্ষ থেকে এই আবাসস্থল গড়ে ওঠা নিয়ে বিভিন্ন আন্দোলন দেখা দেয়। সেক্ষেত্রে খেলার মাঠ নষ্ট করার অভিযোগ ওঠে।
শনিবার তারাপীঠের অদূরে সেচ পল্লীতে তারাপীঠ, নলহাটি, আকালিপুর ইত্যাদি স্থানকে কেন্দ্র করে তারাবিতান গড়ে তোলার ব্যাপারে সেচপল্লীর গেস্ট হাউসে রাজ্য পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জেলা শাসক বিধান রায় সহ ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়কের বৈঠক হয়। ইন্দ্রনীল সেন জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের কাজ খতিয়ে দেখলেও, মূলত তারাবিতান নিয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে ইন্দ্রনীল সেন জানান , বোলপুরে বাউল একাডেমির কাজ সম্পূর্ণ। বাউল বিতান, তারাবিতান ট্যুর কাজ চলছে। এছাড়াও তারাপীঠকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত তারাবিতানের কাজ সত্বর শুরু হবে। বীরভূম খুব কাছের জায়গা। এখানে বহু মনীষীর জায়গা। মূলত: তারাপীঠ স্থান মাহাত্ম্য নির্ভর হলেও নলাহাটেশ্বরী, আকালীপুর গূহ্যকালী, নিত্যানন্দ জন্ম স্থান বীরচন্দ্রপুরকে কেন্দ্র করে গড়ে উঠবে কুড়িটি কটেজ ও একটি ভি আই পি কটেজ। তারামা ও গ্রামীন ভাবধারায় গড়ে উঠবে এই আবাসস্থল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা কাজ করে যাব। জেলা শাসক বিধান রায় বলেন, যে সমস্ত পর্যটক বা পূন্যার্থীরা একটু নিরালায় থাকতে চান, স্বস্তিতে থাকতে চান বা নিরিবিলিতে থাকতে চান তাদের কথা মাথায় রেখে কাজ শুরু হবে রবিবার থেকেই। আর এই কাজটি হবে পর্যটন দফতরের পরিচালনায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের মাধ্যমে তারাপীঠ ছাড়াও তার বর্ধিত এলাকা জুড়ে যেমন শিব আরাধনার জন্য বিখ্যাত ডাবুক, নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থান বীরচন্দ্রপুর, বুদিগ্রাম নিয়ে। এছাড়াও এখানে দুটো নদী নালার সৌন্দর্য্যায়ণ করা হবে। এদিন, ডেপুটি স্পিকার হিসেবে আশীষ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের একজন পুরানো নেতাকে বাংলার মানুষ সম্মান জানিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানান মন্ত্রী।