পুবের কলম, ওয়েবডেস্কঃ নয়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। শনিবার জারি হওয়া নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী ১ অক্টোবরের মধ্যে চালু করতে হবে শিক্ষাবর্ষ। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
করোনার প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে সিবিএসই, আইসিএসই-সহ একাধিক বোর্ডের পরীক্ষা। কলেজ, বিশ্ববিদ্যালয়েও ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়েছে। তার জেরে রীতিমতো বিভ্রান্তির শিকার পড়ুয়ারা। তাদের কথা মাথায় রেখে এই নয়া নির্দেশিকা।
আগামী ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ করতে হবে। অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে অফলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ববিধি-সহ একাধিক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাবর্ষ শুরুর ক্ষেত্রেও অফলাইন অথবা অনলাইন দু’টি পদ্ধতিই অবলম্বন করা যেতে পারে। তবে প্রতি ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করোনা পরিস্থিতির কথা মনে রাখতে হবে। শিক্ষাবর্ষে সেমিস্টার কিংবা পরীক্ষা এবং ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।