রুবাইয়া জুঁই: মঙ্গলবার সুপ্রিম কোর্ট নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মন্ত্রিসভার ২০ মন্ত্রীর নিয়োগ বাতিল করল। ফলে নেপালে রাজনৈতিক সঙ্কট আরও জোরালো হয়ে উঠল। শুধুমাত্র ২০ মন্ত্রীর নিয়োগ বাতিলই নয় এর সঙ্গে সংসদ ভেঙে দেওয়ার পরে তাঁর দুটি মন্ত্রিসভা সম্প্রসারণ অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে যে, প্রধান বিচারপতি চলেন্দ্র শমসের রানা ও বিচারপতি প্রকাশ কুমার ধুনগনার একটি ডিভিশন বেঞ্চ বলেছে যে, এই সংসদ ভেঙে যাওয়ার পরে মন্ত্রিসভার সম্প্রসারণ অসাংবিধানিক এবং তাই মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। এতে আরও বলা হয় যে এই আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ পাঁচজন মন্ত্রী অলির মন্ত্রিসভায় অবশিষ্ট রয়েছেন। ৭ জুন প্রবীণ আইনজীবী দীনেশ ত্রিপাঠিসহ ছয়জনের দায়ের করা আবেদনের বিষয়ে আদালত এদিন রায় দেয়। ওই আবেদনে তত্ত্বাবধায়ক সরকারের করা মন্ত্রিসভা সম্প্রসারণ বাতিল করার আহ্বান জানানো হয়েছিল। এছাড়াও খবরে বলা হয় যে নিয়োগ বাতিল করার সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট ৭৭ (৩) অনুচ্ছেদের উদ্ধৃত করেছে। অন্যদিকে
গতকাল আন্তর্জাতিক যোগ দিবস ছিল। সেই যোগ দিবস উপলক্ষে ওলি দাবি করেন, যোগার উৎস নেপালে, ভারতে নয়।
যোগের উৎস নিয়ে কেপি শর্মা ওলির যুক্তি, ‘বিশ্বে যখন যোগ প্রথম চালু হয় তখন ভারতের কোনও অস্তিত্বই ছিলই না। ভারত সেই সময় ছিল একটি উপমহাদেশ। একাধিক ভূখণ্ডে বিভক্ত ছিল ভারত।’ আর ওলির এই মন্তব্যের জেরে শুরু হয় চরম বিতর্ক।