পুবের কলম,ওয়েবডেস্ক: একনাগাড়ে চলা ভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে বিপর্যস্ত নেপাল। এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ প্রচুর মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকার্য। এর মধ্যেই অনেককেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৫ দিনে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে রয়েছে ৭ জন শিশু। এখনও পর্যন্ত তিনজন শিশু নিখোঁজ রয়েছে। জখম হয়েছে ৫০ জনের বেশি মানুষ। বহু মানুষ গৃহহারা। ইতিমধ্যেই দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। ভূমিধসের কবলে প্রায় ৮০০ বাড়ি। ১৯টি নদীর সেতুর কোনও অস্তিত্ব নেই। প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সমস্ত দিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাবাহিনী। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে নেপালের গোর্খা, তানহুন, চিতওয়ান, পাউতান, রাউতাহাট জেলা।
এখনও পর্যন্ত হড়পা ও ভূমিধসের মোট ৫৯ জনের প্রাণ গেছে। তিন জন শিশু সহ ২৪ জনের হদিশ মিলছে না।