পুবের কলম,ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময় জেলবন্দী থাকার পর শনিবার মুক্তি পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। ১৯৮৮ সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারে ২০২২ সালের মার্চ মাসে জেলে যেতে হয়েছিল নভজ্যোৎ সিং সিধুকে। এর আগে ২৬ জানুয়ারি সিধুর জেলমুক্তি হওয়ার কথা থাকলেও সেই সময় বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু সেই আইনি জটিলতা কেটে গিয়েছে। শনিবারই মুক্ত হচ্ছেন দেশের এক সময়ের মারকাটারি এই ব্যাটসম্যান। উল্লেখ্য ১৯৮৮ সালে পাতিয়ালার রাস্তায় গুরনাম সিং নামে একজনকে খুনের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধু রাস্তার মধ্যে একটি জিপসি গাড়ি পার্ক করে চলে যান। সেখানে গাড়ি রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হন গুরনাম সিং নামের ওই ব্যক্তি। তিনি গাড়ি পার্ক করে ব্যাঙ্কে যাবেন ঠিক করেছিলেন। কিন্তু সিধুদের গাড়ি সেখানে থাকায় তিনি বাধাপ্রাপ্ত হন। এরপর দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। হঠাৎই গুরনাম সিংয়ের দিকে ছুটে গিয়ে তাঁর মাথায় আঘাত করেন সিধু। পরে গুরনামের মৃত্যু হয়। ১৯৮৮ সালে সেই মামলা পাতিয়ালা আদালতে উঠলে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান সিধু ও তাঁর বন্ধু। পরে ১৯৯৯ সালে সেই পাতিয়ালা কোর্টেই দোষী সাব্যস্ত হন সিধু। যদিও তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। দীর্ঘ সময় পরে দেশের শীর্ষ আদালত পাতিয়ালা হাই কোর্টের রায়ই বহাল রাখে। এক বছরের জেলের নির্দেশ শোনায়।