পুবের কলম, ওয়েবডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নাসিরুদ্দিন শাহ। বুধবারই ছুটি দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতাকে, গত মাসেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন শিল্পী। গত সপ্তাহে মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল নাসিরুদ্দিন শাহকে।
এখন কেমন আছেন তিনি?
নিউমোনিয়া আক্রান্ত অভিনেতার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, তাই আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। অভিনেতাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনুরাগীরা। অভিনয় জগতে তার প্রসার, নাসিরউদ্দিন শাহ এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘মি রক্সম’ এবং ‘বন্দিশ ব্যান্ডিট’-এ দেখা মিলেছে এই প্রবীণ অভিনেতার। এ বছরের শুরুর দিকে ‘রামপ্রসাদ কি তেহরভি’তে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহকে।