পুবের কলম ওয়েব ডেস্ক: অ-বন্ধুসুলভ বা কালো তালিকাভুক্ত দেশের তালিকা আরও দীর্ঘ করল রাশিয়া। নতুন করে আরও ৫ দেশের নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে। দেশগুলো হল, গ্রিস, ডেনমার্ক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া। মস্কোর কূটনৈতিক ও কনস্যুলার মিশনের বিরুদ্ধে ভূমিকা রাখা এবং রাশিয়ান কোম্পানি ও নাগরিকদের প্রতি শত্রুতার জন্য দেশগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে আমেরিকা, ব্রিটেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান এবং দক্ষিণ কোরিয়া-সহ প্রায় দুই ডজন দেশের নাম অ-বন্ধুসুলভ তালিকায় রাখা হয়। কালো তালিকায় থাকা দেশগুলোর রাষ্ট্রদূতদের মস্কোয় চলাফেরা সীমাবদ্ধ করার পাশাপাশি এ দেশগুলোর নাগরিকদেরও রাশিয়ায় ভ্রমণ সীমাবদ্ধ করা হয়েছে। ইউক্রেনে হামলার দরুন দেশটির ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষোজ্ঞার জবাবে অ-বন্ধুসুলভ দেশের তালিকা তৈরি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কালো তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশন ও কনস্যুলার মিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর দূতাবাসে কতজন থাকবে তাও রাশিয়া নির্ধারণ করে দিয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ায় অবস্থিত দেশগুলির দূতাবাসে গ্রিস ৩৪ জন কর্মচারী রাখতে পারবে। ডেনমার্ক ও স্লোভাকিয়া রাখতে পারবে যথাক্রমে ২০ ও ১৬ জন। ক্রেমলিনের এক ডিক্রিতে বলা হয়েছে, স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক মিশন এবং দূতাবাসের জন্য রাশিয়া থেকে নতুন কর্মচারী নিয়োগ করতে পারবে না। এ দিকে গ্রিসের বিদেশমন্ত্রক জানায়, আট গ্রিক কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে মস্কো। গ্রিক রাষ্ট্র দূত একাতেরিনি নাসিকাকেও তলব করেছে ক্রেমলিন।