দেবশ্রী মজুমদার, বীরভূম: রাস্তার দাবীতে পালস পোলিও বয়কটের ডাক দিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসী। তারা ঘটনার সরেজমিনে আসা ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সামনে তাদের রাস্তা সারাইয়ের দাবি জানান। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটি দুই ব্লকের নোয়াপাড়া পঞ্চায়েতের কুমারষাণ্ডা ও সালিসাণ্ডা গ্রামে।
জানা গেছে, লোহাপুর থেকে রেল লাইনের ধার বরাবর মোড়গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিমি এই রাস্তার অবস্থা বেহাল। রাত বিরেতে প্রসুতি নিয়ে কোন গাড়িই এই রাস্তায় চলাচল করতে চায় না। তাছাড়াও বহুবার বাচ্চা সমেত গাড়ি রাস্তায় উল্টে যায়। কিন্ত এই অনাথ রাস্তা রাজ্য ও কেন্দ্র সরকারের রেল দফতরের টানা পোড়েনে বর্ষায় খানা খন্দরে ভরে যায়,বলে জানান এলাকার বাসিন্দা রোশনেহারা বিবি, সবুজ সেখ ও মুর্শেদ আলমরা। এদিন প্রতিবাদে তারা স্বাস্থ্য কর্মীদের সাফ জানিয়ে দেয় বাচ্চাদের পালস পোলিও খাওয়াবে না রাস্তার দাবিতে। ঘটনাস্থলে নলহাটি দুই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হুমায়ুন চৌধুরী ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ কর্মকার এলাকাবাসীকে বলেন, তাঁদের রাস্তার দাবি ন্যায় সঙ্গত। কিন্তু তার জন্য পোলিও বয়কট আত্মঘাতী হওয়ার মত কাজ। পালস পোলিও জাতীয় পলিসি। এটা বন্ধ করা ঠিক নয়। পোলিও ড্রপস না নিলে তাদের শিশুরা শিশুরা ওই সারাই রাস্তার উপর কোনদিন হাঁটতে পারবে না। তাই প্রতিষেধক জরুরী। পোলিও বয়কট বাদ দিয়ে তারা অন্যান্য আন্দোলন করতে পারেন। শেষে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে গ্রামবাসীরা তাদের বাচ্চাদের পোলিও ড্রপস খাওয়ান। একশো ষাটের বেশী বাচ্চাদের পোলিও ড্রপস দেওয়া হয়।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হুমায়ুন চৌধুরী বলেন, রাস্তাটি রেলের জায়গা হওয়ায় রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্বেও পাকাপাকি ভাবে কাজ করতে পারছে না। বর্ষার আগে রাস্তা সারাই করা হয়। কিন্তু ভারী বৃষ্টিতে সেটা নষ্ট হয়। বিশেষ করে জাতীয় সড়কের অবস্থা খারাপ হওয়ায় এই বাইপাস রাস্তার উপর চাপ পড়ে রাস্তার অবস্থা আরও করুণ হয়ে পড়ে। জেলা শাসককে সবিস্তারে সব জানানো হয়েছে। যাতে করে হয় রেল নিজে রাস্তা ঠিক করে দিক। নাহলে রাজ্যকে সারাইয়ের অনুমতি দিক।