পুবের কলম, ওয়েবডেস্ক: একযুগ ধরে ইসরাইলি প্রধানমন্ত্রীর আসনে থাকা বেঞ্জামিন নেতানিয়াহুকে হটিয়ে ক্ষমতায় এসেছে দেশটির বিরোধী ৮ দলীয় জোট। তবে কট্টর ডানপন্থী জায়নবাদী ইয়ামিনা দল থেকে শর্তসাপেক্ষে উঠে আসা ইহুদি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ও বর্তমানে বিরোধী নেতা নেতানিয়াহুর উগ্র জাতীয়তাবাদী আদর্শ সম্পূর্ণ এক। তাই গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ক্ষমতার পালাবদল হলেও পূর্ববর্তী শাসকদের সঙ্গে কোনও পার্থক্য নেই বেনেটের। তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরাইলের নতুন সরকার।
এ বিষয়ে হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেন, তেল আবিবের ক্ষমতায় বসা বেনেটও তার পূর্বসূরিদের মতো ফিলিস্তিনি ‘ভূমি-খেকো’। এর বিপরীতে পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধের ডাক দিয়ে তিনি বলেন, ’প্রতিরোধ ও ইন্তিফাদাই পারে ইসরাইলি আধিপত্য ও অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা বানচাল করতে। তাই ফিলিস্তিনিদের কার্যকরভাবে রুখে দাঁড়াতে হবে।’
এর আগে গত বুধবার পশ্চিম তীরে ৩১টি ইহুদি বসতি নির্মাণ সংক্রান্ত বিল অনুমোদন দেয় ইসরাইলি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন হওয়ার পর এটিই ছিল বেনেটের প্রথম মন্ত্রিসভার বৈঠক।
উল্লেখ্য, ইসরাইলি পার্লামেন্ট নেসেট-এর মোট আসন ১২০টি। সংবিধান অনুযায়ী, কোনও দল বা জোটকে সরকার গঠন করতে হলে ৬১টি আসনের প্রয়োজন পড়ে। এতগুলো আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে গত দুই বছর ধরে টানাপোড়েনের পর সম্প্রতি জোট সরকার গঠিত হয়।