পুবের কলম ওয়েব ডেস্ক: তেলেঙ্গানায় ভোট প্রচারের গিয়ে তোষণেরই গপ্পো শোনালেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। মোদি থেকে যোগী, শাহ থেকে নাড্ডা তোষণের গপ্পো করতে ছাড়ছেন না কেউই। আসলে তোষণ শব্দ ব্যবহার করে মুসলিম এবং ধর্মনিপেক্ষ দলগুলিকে এক বন্ধনীতে রেখে কটাক্ষ করে বিজেপি। বরাবরই তারা এটা করে আসছে।মুসলিমদের খোঁচা না দিলে বিজেপির প্রচার পূর্ণতা পায় না। বিজেপির শীর্ষ নেতৃত্বের এমন আচরণ দেখেই তাদের দলের কুচো নেতারাও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোকেই প্রকৃত রাজনীতি মনে করেন। তারা মেরুকরণের কথা বলে, বিদ্বেষ ছড়িয়ে আসলে দলের শীর্ষ নেতৃত্বকে খুশি করতে চায়।
বৃহস্পতিবার প্রচারে নাড্ডা বলেছেন, বিআরএস সুপ্রিমো তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর মুসলিমদের জন্য সংরক্ষণকে ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করছেন। তাঁর অভিযোগ এটা তোষণ ছাড়া আর কিছু নয়। অনেকে প্রশ্ন তুলেছেন, দলিতদের উন্নয়নের জন্য সংরক্ষণের কথা বললে তা তোষণ নয়, কিন্তু মুসলিমদের উন্নয়নের জন্যে কথা বললেই তাকে তোষণ বলা হবে কেন ? সাচার কমিটির রিপোর্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল দেশজোড়া মুসলিমদের দুর্দশার কথা। বলা হয়েছিল, বহু রাজ্যে তফসিলি জাতি ও উপজাতিদের থেকেও মুসলিমদের অবস্থা খারাপ। সেই মুসলিমদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের কথা বললে বিজেপির এত গোঁসা কেন। প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু তাতে দমবার পাত্র নন নাড্ডার মত নেতারা।
নাড্ডা কটাক্ষের সুরে বলেছেন, ”মুখ্যমন্ত্রী কেসিআর একটি অংশকে ৪ শতাংশ সংরক্ষণের মাধ্যমে খুশি করছেন। এখন আবার তিনি সেই সংরক্ষণ বাড়িয়ে ১২ শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তেলেঙ্গানায় ক্ষমতায় এলে ধর্ম ভিত্তিক সংরক্ষণ সরিয়ে দেব। যারা এই সংরক্ষণের সঠিক দাবিদার তাদের কাছে তা পৌঁছে দেব।”