পুবের কলম,ওয়েবডেস্ক: গেরুয়া পোশাক পরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল লোক একজনকে বেধড়ক মারছে। গেরুয়া তাণ্ডবকারীদের মধ্যে ছিলেন বিজেপি কাউন্সিলর গোদা রাজেন্দরও। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। ঘটনাটি ঘটেছিল ৭ মে। কিন্তু তা সামনে আসেনি। বৃহস্পতিবার ট্যুইটারে ভাইরাল হয় মুসলিম পরিবারের নিগ্রহের সেই ছবি। দেখা যায় একজনকে ঘিরে ধরে মারা হচ্ছে। যারা মারছে তারা ক্রমাগত জয় শ্রীরাম বলে হুংকার দিচ্ছে। এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে এফআইরার দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছিল তেলেঙ্গানার মেদাক জেলার নরসাপুর গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, কাউকে গ্রেফতার করা হয়নি।
মুহাম্মদ ইমরান (৩১ ) নামে ওই যুবককে বাঁচাতে চেষ্টা করেন তাঁর মা ও বোন। গেরুয়া রক্তচ ক্ষুকে উপেক্ষা করেই ভিড়ের ভিতর ঢুকে পড়েন তাঁরা। ধস্তাধস্তিতে পরে যান তাঁর বোন। গর্ভপাত হয়ে যায় তাঁর। যদিও দায় এড়িয়ে পুলিশ বলেছে এই ঘটনার সঙ্গে গর্ভপাতের কোনও সম্পর্ক নেই। বেধড়ক মার খাওয়ার আগে লিঙ্গম নামে একজনের সঙ্গে বচসা ও মারপিট হয়েছিল ইমরানের।
নরসাপুর সার্কেল ইন্সপেক্টর জানান ইমরান লিঙ্গমকে বলেছিলেন একটি খালি গ্যাস সিলিন্ডার দিতে। লিঙ্গম দিয়েছিলেন একটি ভর্তি গ্যাস সিলিন্ডার। তা নিয়েই দু’জনের মধ্যে ঝগড়া বাধে। ইমরান লিঙ্গমকে জুতো দিয়ে মারেন। এরপর পুলিশ ইমরান গ্রেফতার করে। পরে তিনি জামিনে ছাড়া পেলে লিঙ্গম গেরুয়া শিবিরের লোকদের সঙ্গে নিয়ে ইমরানের ওপর চড়াও হয়। ব্যক্তিগত এই ঝগড়াকে গেরুয়াবাহিনী মেরুকরণের রূপ দেওয়ার চেষ্টা করে। বিজেপি কাউন্সিলর স্বয়ং তাতে অংশ নেন। গেরুয়াশিবির যেভাবে রামের নাম করে অশান্তি বাধানোর চেষ্টা করছে, ট্যুইটারে তার সমালোচনা করেছেন বহু নেটনাগরিক।