পুবের কলম ওয়েবডেস্ক: করওয়া চৌথ উৎসবের আগে ‘হিন্দু মহাসভা’র সদস্যরা উত্তরপ্রদেশের মুজাফফরনগরে হিন্দু মহিলাদের হাতে মুসলিম শিল্পীরা মেহেন্দি লাগালে ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। খাতৌলির বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেছেন, মুসলিম যুবকদের মেহেন্দির দোকান খোলার উদ্দেশ্য আলাদা। তাদের মনে ‘লাভ জিহাদ’ আছে।
বিজেপি বিধায়ক বিক্রম সাইনি মুসলিম শিল্পীদের নিশানা করে বলেছেন, ‘তারা মেহেন্দি লাগানোর আড়ালে ‘লাভ জিহাদ’ করে। এরকম অনেক ঘটনা সামনে এসেছে। হিন্দু মহিলাদের কাছে আমার অনুরোধ, বাড়িতে বা কোনো হিন্দু শিল্পীর দোকানে অথবা বিউটি পার্লারে মেহেন্দি লাগান।
ইতোমধ্যে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ১৩ টি মেহেন্দির স্টল খুলেছে। মুসলিম পুরুষ মেক-আপ শিল্পীরা যাতে হিন্দু মহিলাদের হাতে মেহেদি না লাগায় তা নিশ্চিত করার জন্য ‘ভিএইচপি’ তার সদস্যদের দায়িত্ব দিয়েছে। তারা ‘আধার কার্ড’ চেক করে মেহেন্দি শিল্পীদের বিবরণ যাচাই করছে।
হিন্দু মহাসভার সদস্য লোকেশ সাইনি বলেন, আমাদের ভাই ও বোনেদের লাভ জিহাদের শিকার হওয়া থেকে বাঁচাতে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, হিন্দু মহিলাদের সেই স্টল মালিকদের কাছে যাওয়া উচিত যারা করবা চৌথের গুরুত্ব বোঝেন।
২০২১ সালে মুজাফফরনগরে একই রকম একটি ঘটনার খবর পাওয়া গিয়েছিল। কোনও মুসলিম যাতে হিন্দু ক্লায়েন্টকে মেহেন্দি না লাগায় তা নিশ্চিত করার জন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।