পুবের কলম,ওয়েবডেস্কঃ রবিবার সকালে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের পতন হওয়ার পরেই স্পষ্ট হয়ে যায় দেওয়াল লিখন। কার্যক্ষেত্রেও তাই হল মাত্র ৪৫ মিনিটের বৈঠক, তারপরই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রায় দু দশক পর ফের তালিবানি জামানা শুরু হল আফগানিস্তানে।
জানা যাচ্ছে কাবুলে হামলা করবে না এই সূত্রে হয় সমঝোতা। আফগান প্রেসিডেন্টের বাসভবনে যান তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। আফগানিস্তানের পরবর্তী অন্তঃ বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোল্লা আবদুল গনি বরাদর।