পুবের কলম ওয়েব ডেস্ক: জীবন যুদ্ধে হার মানলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় । বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । করোনা আক্রান্ত হয়ে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর । ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিলো কৃষ্ণা রায়কে । কিন্তু ফুসফুস প্রতিস্থাপনের আগেই মারা যান তিনি । মে মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন মুকুল রায় ও কৃষ্ণা রায় । মুকুলবাবু সুস্থ হয়ে বাড়ি এলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি কৃষ্ণা দেবীর । অবশেষে ১৭- জুন ফুসফুস প্রতিস্থাপনের জন্য এয়ার এম্বুলেন্সে করে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসা চলাকালীন ৬-জুলাই মৃত্যু হয় তাঁর । চেন্নাইয়ে তাঁর কাছে ছিলেন ছেলে । বুধবার কৃষ্ণা রায়ের দেহ কলকাতায় আনা হবে বলে জানা গেছে । কৃষ্ণা রায়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান,” বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকপ্রকাশ করছি । তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন । আমি তাকে ঘনিষ্ঠ ভাবে চিনতাম । তিনি মানুষের ভালো চাইতেন । আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি “।