পূবের কলম ওয়েবডেস্কঃ অসমের পর এবার প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থাকল মণিপুর। ভারতের এই পার্বত্য রাজ্য মণিপুরের ননেতে এবার ভোররাতে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন সাত জনেরও অধিক মানুষ। ইতিমধ্যেই ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্তও নিখোঁজ রয়েছে ৫০ জনের অধিক।
গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা –সহ এক শিশু নিখোঁজ রয়েছে। এমনকি ৬/৭ জনের মতো উত্তর-পূর্ব রেলওয়ের কর্মীরাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এখনও পর্যন্তও কতজন মাটির নীচে চাপা পড়ে আছে, প্রশাসন সেই ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করেনি। ইতিমধ্যেই আহতদের ননে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপাতত তারা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নেমেছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে আধা সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতের দিকে। হঠাৎ করেই মাটি কেঁপে উঠে। আর তারপরেই এই মর্মন্তুদ ঘটনার সাক্ষী থাকে তারা। নিমেষে মাটির তলায় চলে যান ১০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। খবর পাওয়ার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বাস দেন যে, তাঁদের সঙ্গেই তিনি আছেন। তাঁদেরকে সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার।