পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি মাসের ১২ তারিখ থেকেই পূর্ণ ছন্দে দেখা যাবে বর্ষাকে। বৃহস্পতিবার মৌসুম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি মাসে দেশে স্বাভাবিক থাকবে বৃষ্টির পরিমাণ।
উত্তর-পশ্চিম ভারতের অনেক জায়গা এবং দক্ষিণ ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের একাংশে বৃষ্টি ‘স্বাভাবিকের থেকে কম’ বা ‘স্বাভাবিক’ হতে পারে। অন্যদিকে মধ্য ভারত এবং গাঙ্গেয় সমভূমির কাছে ‘স্বাভাবিক’ বা ‘স্বাভাবিকের থেকে বেশি’ বর্ষণের সম্ভাবনা আছে।
মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন নিয়মমাফিক ১৯ জুন এই দেশে বর্ষা প্রবেশ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে ঝোড়ো ইনিংসও খেলছিল। সেই সময় শুধুমাত্র পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে পৌঁছায়নি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু ২৬ জুন থেকে আচমকা ঢিমে ব্যাটিং শুরু করে বর্ষা। গত দু’দিনে বর্ষার বিস্তার উল্লেখযোগ্য কমেছে। যা আবারও ঘুরে দাঁড়াতে সাত থেকে ১০ দিন লাগবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের পরেই ফের চালিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বর্ষার।