পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। কোভিডবিধি মেনে এবারের অধিবেশনের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে অধিবেশন। এমনই জানিয়েছেন স্পিকার ওম বিড়লা।
এএনআই-কে স্পিকার জানান– বাদল অধিবেশনে সাংসদ– সংসদের কর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের কোভিডবিধি মানতে হবে। যাঁরা ভ্যাকসিন নেননি– তাঁদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক। রাজ্যসভায় এই মুহূর্তে সদস্যসংখ্যা ২৩১। তাঁদের মধ্যে ২০৫ জন সদস্যই ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছেন বলে সচিবালয়ে জানানো হয়েছে। ১৬ জন সাংসদ নিয়েছেন ১টি ডোজ। সব মিলিয়ে ২২১ জন ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ণ করেছেন। স্বাস্থ্যের কারণে ৬ জন সদস্য এখনও কোনও ভ্যাকসিন নেননি। অন্যদিকে লোকসভায় ৫৪০ জন সাংসদ। প্রথম ডোজ নিয়েছেন ৪৭০ জন। এখনও যাঁরা প্রথম বা দ্বিতীয় ডোজ নেননি– তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর– অধিবেশনের আগে একাধিকবার বৈঠকে বসেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সংসদের ২ কক্ষে কোভিড প্রটোকল কীভাবে মানা হবে– তা নিয়ে উভয়ের আলোচনা হয়। তারপরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে– অন্তত একটি ডোজ নেওয়া থাকলে সংসদের দুই কক্ষে প্রবেশের ক্ষেত্রে কোভিডের জন্য আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক থাকছে না। পাশাপাশি কোভিড বিধি মানা আগের মতোই কড়াকড়ি বহাল থাকছে।
উল্লেখ্য– গত বছর কোভিডের কোপে পড়ে সংসদের কাজকর্ম। সেবার বাজেট– বাদল অধিবেশন কোনও ক্রমে সারতে হয়েছিল। এমনকী বাতিল হয় শীতকালীন অধিবেশনও। এবছর টিকাকরণের গতি বেড়েছে।