পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সংঘের সঙ্গে যুক্ত সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অভ্যন্তরীণ সভায় ভাষণ দেবেন। সভায় আগামী বছরগুলিতে সংস্থাটি যে প্রকল্পগুলি গ্রহণ করবে তা চূড়ান্ত করা হবে এই বৈঠকে৷ সূত্রের খবর, এই বৈঠকের কেন্দ্রবিন্দু হবে কাশ্মীর৷ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং যারা এখনও ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদের বিষয়ে কথা বলেন তাদেরকে দেশে অপাঙক্তেয় করে তোলাই তাদের লক্ষ্য। ৫ জুলাই গাজিয়াবাদে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
এমআরএম ২০২২ সালে ২০ বছর পূর্ণ করবে এবং আগামী বছরের জন্য একটি রোডম্যাপ এই অভ্যন্তরীণ সভায় প্রস্তুত করা হবে বলে আশা করা হচ্ছে। আর তাতেই সংঘের প্রধান মোহন ভাগবত হাজির থাকবেন৷ এমআরএম-এর জাতীয় আহ্বায়ক মুহাম্মদ আফজাল বলেছেন, সংগঠন এমন একটি পরিবেশ তৈরি করার জন্য দেশব্যাপী আন্দোলন শুরু করবে যাতে কেন্দ্র সরকার পাকিস্তান, অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের প্রতিশ্রুতি কার্যকর করতে বাধ্য হয়৷ তিনি বলেন, আমরা এখন পাকিস্তান থেকে গিলগিট ও বেলুচিস্তান অঞ্চল পুনরায় এ দেশের অন্তর্ভুক্ত করার জন্য দাবি তুলব এবং কেন্দ্রকে অবশেষে এটি নিষ্পত্তি করতে বলব৷ তার কথার সুরে অনেকে মনে করছেন, সংঘ বলবে আর সরকার তৎক্ষণাৎ সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে!
সংগঠন সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর ছাড়াও সংগঠনের দীর্ঘকালীন এজেন্ডা ঠিক করা, মাদ্রাসার আধুনিকীকরণ, দেশ গঠনে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর অংশগ্রহণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। সভায় সাহ সরকারিয়া কৃষ্ণ গোপাল এবং এমআরএমের পৃষ্ঠপোষক ইন্দ্রেশ কুমার, আরএসএসের কার্যনির্বাহী কর্তা রামলাল ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং, স্থানীয় বিধায়ক এবং এলাকার অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। একটি সূত্র জানিয়েছে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা ৫ জুলাই আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণের অনুষ্ঠানে যোগ দেবেন। আরও জানা গিয়েছে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সেবা, শিক্ষা ও বৌদ্ধিক ক্ষেত্রে কীভাবে মুসলিম সমাজে প্রভাব তৈরি করবে সেটা নিয়েও আলোচনা হবে৷