পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদির ‘মুসলিম’ বিদ্বেষী মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার মোদির ‘মুসলিম’ বিদ্বেষী মন্তব্য নিয়ে প্রতিবাদ করায় বহিষ্কার করা হল বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতাকে। রাজস্থানে সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গণিকে বহিষ্কার করল বিজেপি। কেনো মোদির মন্তব্যে প্রতিবাদ? সেই প্রশ্ন তুলেই বুধবার দলের তরফ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, রাজস্থানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কংগ্রেস মা-বোনেদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চাই।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন উসমান গণি। তিনি সাংবাদিকদের বলেন, তিনি একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রীর মন্তব্য তাঁকে হতাশ করেছে। তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান। তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে তাঁর কাছ থেকে উত্তর জানতে চান।
বহিষ্কৃত বিজেপি নেতার আরও বক্তব্য, ‘বিজেপি রাজস্থানের ২৫টি আসনের মধ্যে তিন-চারটি লোকসভা আসন হারাতে চলেছে। রাজ্যের জাঠ সম্প্রদায়ের মানুষজন বিজেপির উপর ক্ষুব্ধ। এর জন্য দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে তিনি ভয় পান না।’ তাঁর এই মন্তব্যের পর উসমানকে বহিষ্কার করে বিজেপি।