পুবের কলম, ওয়েবডেস্ক: এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করলেন। এই বৈঠক করতে শারদ পাওয়ার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাড়ি। তাঁদের বৈঠক প্রায় ৫০ মিনিটের মতো স্থায়ী হয় বলে জানা গিয়েছে। দুজনের বৈঠকের ছবি দিয়ে প্রধানমন্ত্রীর অফিসের তরফে থেকে ট্যুইট করে বলা হয়েছে, রাজ্যসভার সাংসদ শারদ পাওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
১৯ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে এই বৈঠককে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা মহারাষ্ট্রে যে জোটে এনসিপি রয়েছে, সেই জোটেই রয়েছে শিবসেনা। শরিকদের মধ্যে মতের অমিল নিয়েও সরগরম রাজনীতি।
প্রথমে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকের পরেই শারদ পাওয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়ায়। যদিও শারদ পাওয়ার জানিয়ে দেন, তিনি তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। এব্যাপারে ভুল খবর বেরিয়েছে বলেও জানান তিনি।