পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে উত্তরপ্রদেশের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রশংসা নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতিত্ব।” একইসঙ্গে তাঁর দাবি, “প্রধানমন্ত্রী যাই বলুন না কেন টিকাকরণের দিক থেকে এগিয়ে বাংলা।”
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাংবাদিক বৈঠক থেকেই প্রধানমন্ত্রীকে খোঁচা দেন মমতা। তাঁর অভিযোগ, “উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে। সে পাক। সকলের টিকার অধিকার আছে। কিন্তু বিজেপিশাসিত রাজ্য বলে বেশি টিকা পাবে। সেটা ঠিক নয়।” একইসঙ্গে যোগীর রাজ্যে ‘আইনের শাসন নেই’ বলেও কটাক্ষ করেছেন তিনি।