পুবের কলম ওয়েবডেস্কঃ রাত পোহালেই শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন দি আর্থ। টোকিও অলিম্পিক ২০২১। করোনার প্রাদুর্ভাবে একবছর পেছিয়ে গেল এই বিশ্ব ক্রীড়ার এই রাজসূয় যজ্ঞ।
টোকিও অলিম্পিক উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। নতুন আলোকে সুসজ্জিত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকে নিজের পেজে প্রধানমন্ত্রী শেয়ার করেছেন এই ভিডিও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ফেসবুক পেজে লিখেছেন “কলকাতার হাওড়া ব্রিজ, সবসময়ের মতো আজও অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গোটা দেশের হয়ে সেই শুভেচ্ছাবার্তা দিচ্ছে।”
দুদিন আগেই টোকিও অলিম্পিকের জন্য নতুন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় হাওড়া ব্রিজকে। সেতুর গায়ে কখনও ফুটে উঠছে জাপানের পতাকা, আবার কখনও বিভিন্ন অংশগ্রহনকারী দলের পতাকা। কখন ফুটে উঠেছে অলিম্পিকের লোগো।
বন্দর চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, “টোকিও অলিম্পিক্স গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের জন্য এবার তা এক বছর পিছিয়ে গিয়েছে। আমরা জানি যে পাঁচটি মহাদেশের প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশ নেবে। সেদিকটা ভেবেই আমরা বিভিন্ন মহাদেশের প্রতীককে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আয়োজন দেশ হিসেবে জাপানের জাতীয় পতাকা থেকে শুরু করে সবকিছু আলাদা ভাবে তুলে ধরতে চেয়েছি।”