পুবের কলম, ওয়েবডেস্ক: বেঞ্জামিন নেতানিয়াহুর উপরই আস্থা রাখল ইজরায়েলবাসী। সাধারণ নির্বাচনে ইয়ার ল্যাপিডকে হারিয়ে পুনরায় সরকার গঠনের সুযোগ পাচ্ছেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ডানপন্থি এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইজরায়েলি নির্বাচনে জয় পেয়েছে। ফের মসনদে বসতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার নির্বাচনের ফলঘোষণার পরই ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিব্রু ভাষায় ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাজেল টভ বন্ধু,। যা তর্জমা করলে দাঁড়ায়, আমার বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক শুভেচ্ছা ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য। ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে মিলিত উদ্যোগ নিয়ে আশাবাদী রইলাম।”
প্রায় ৮৭.৬ শতাংশ ভোট পেয়ে ইজরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ৩১টি আসনে জয়ী হয়ে শাসক দলের জায়গা দখল করেছে লিকুদ পার্টি। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের দল ইয়েশ আতিদ মোট ২৪টি আসনে জয়ী হয়েছে। এছাড়া রিলিজিয়াস জায়নিজম পার্টি ১৪টি, ন্যাশনাল ইউনিটি পার্টি ১২টি, শাস দল ১১টি এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম দল ৮টি আসন পেয়েছে।
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং তাদের অতি-ডানপন্থী শরিক দলগুলি মিলিতভাবে ১২০ সদস্যের ইজরায়েলি সংসদে মোট ৬৪টি আসন জিতেছে।
ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ফের একবার বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার পরই ট্যুইটে শুভেচ্ছা জানান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, ‘ভারত ও ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে আপনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে আশা করি আমাদের মধ্যে চিন্তাভাবনার আদান-প্রদান জারি থাকবে।”
ইজরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সব থেকে বেশিদিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সরকার তৈরির আহবানের পরে তাঁকে জোটের অংশীদারদের সঙ্গে মন্ত্রিসভার পদ ভাগ করে নেওয়ার কাজ করতে হবে।
এর অর্থ সম্ভবত অতি ডান রিলিজিয়াস জিওনিসম এর নেতাদের জন্য গুরুত্বপূর্ণ পদ থাকবে। তাঁরা এই নির্বাচনে ১৪টি আসন জিতবেন বলে অনুমান করা হয়েছে। গত সংসদের তুলনায় এইবার তাদের প্রতিনিধিত্ব দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।