পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা বিদায় নিতে গিয়েও যেন নিচ্ছে না– এই পরিস্থিতিতে বেশিরভাগ দেশ যুদ্ধ তৎপরতায় টিকাকরণ শুরু করেছে। যদিও– বর্তমানে ১৮ বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আশার আলো দেখাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চিকিৎসক সংস্থা। ওই ইউরোপীয় সংস্থা ১২-১৭ বছর বয়সি বাচ্চাদের জন্য মর্ডানার করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।
এর আগে মে মাসে– ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এই বয়সিদের জন্য ফাইজারকে অনুমোদন দেয়। ইএমএ বলেছে যে– ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের যে স্পাইকভ্যাক্স ভ্যাকসিন দেওয়া হবে– তা ১৮ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। এক্ষেত্রেও ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া হবে। এই দু’টি ডোজের মধ্যে ৪ সপ্তাহের ব্যবধান রাখা হবে। ইতিমধ্যেই ৩২৩২ জন শিশুর উপর এই ভ্যাকসিনের পরীক্ষা করা হয়েছে এবং প্রত্যেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। একই অ্যান্টিবডি ১৮ থেকে ২৫ বছর বয়সিদের মধ্যেও দেখা যায়।