পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীরকে হেনস্থার প্রতিবাদে বসিরহাট মহকুমা শাসকের স্মারকলিপি দিল উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তে উলামায়ে হিন্দ।
জেলা কমিটির সম্পাদক মাওলানা মহিউদ্দিন মণ্ডলের নেতৃত্বে শনিবার বসিরহাট মহকুমা শাসকের দফতরের স্মারকলিপি জমা দিয়ে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার সন্দেশখালির নেজাট থানার সরবেড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে দুর্গত মানুষদের জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল তা দিতে গিয়ে স্থানীয় কিছু গুন্ডা ও দুষ্কৃতীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সহ তার দেহরক্ষী ও কয়েকজন কর্মী। তাদের উপর চড়াও হয়ে আক্রমণ ও হেনস্থা করা হয়। সেইসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ত্রাণের চাল, ডাল, তেল শাড়ি ইত্যাদি সামগ্রী গাড়ি থেকে লুট করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এই জঘন্য ঘটনা হয় পুলিশের সামনেই। এমত অবস্থায় এই ঘটনার প্রশাসনিক পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হয়েছে।
মাওলানা মহিউদ্দিন মন্ডল বলেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় আলাদাভাবে এফআইআর করা হয়নি। একজন ক্যাবিনেট মন্ত্রীকে এইভাবে হেনস্থার প্রতিবাদ জানাই এবং সেইসঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত গুন্ডা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
এদিন জেলা সম্পাদক মাওলানা মহিউদ্দিন মণ্ডলের নেতৃত্বে মহকুমা শাসকের দফতরে লিখিত স্মারকলিপি নিয়ে জমা দিতে যান খোলাপোতা জমিয়তে উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা বাকিবিল্লাহ ইসলাম, সাকচুড়া জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পিফা জমিয়তে উলামা হিন্দের সম্পাদক মাওলানা সাইফুল ঢালী প্রমুখ। সন্দেশখালির ঘটনায় মহকুমার কয়েকটি জায়গায় জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীরা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি নিলেও তা পুলিশের অনুমতি না মেলায় করা সম্ভব হয়নি বলে জানান মাওলানা মহিউদ্দিন মন্ডল। তবে বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ অবরোধ হয়।