পুবের কলম, ওয়েবডেস্ক: মাঝ আকাশে উড়ানে বিপত্তি। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের। তারপরই জরুরি অবতরণ করল দিল্লি বিমানবন্দরে। তবে সকলে সুরক্ষিত রয়েছেন। অন্যদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্পাইসজেটের এসজি১২৩ বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেয়। তবে মাটি ছাড়তেই আকাশে ঘটে বিপত্তি। বিমানের একটি ইঞ্জিনের সঙ্গে পাখির ধাক্কা লাগে। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা তৈরি হয়। লেহগামী বিমান জরুরি অবতরণ করল দিল্লি বিমানবন্দরে। স্পাইসজেটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লি থেকে লেহগামী এসজি-১২৩ বিমানের ইঞ্জিন-২ এ পাখির ধাক্কা লেগে দিল্লিতে ফিরে আসে। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে এবং যাত্রীদের স্বাভাবিকভাবে নামিয়ে আনা হয়েছে।”