পুবের কলম, ওয়েবডেস্কঃ মেক্সিকো উপসাগরে বিধ্বংসী আগুন। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটা সত্যি। মেক্সিকো উপসাগরের ইউকাটান উপদ্বীপের খাড়িতে এই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এর নামকরণ হয়েছে ‘আই অফ ফায়ার।’সমুদ্রের নিচে থাকা গ্যাস পাইপলাইন লিক থেকেই এই আগুন বলে জানা গিয়েছে। এই আগুনের ছবি প্রকাশ পেতেই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সরকারি রিপোর্ট অনুসারে, এই পাইপলাইন মেক্সিকো সরকারের পেমেক্স তেল সংস্থার। এই রিপোর্টে আরও বলা হয়েছে সমুদ্রে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই আগুন জ্বলতে থাকে। তবে এই ঘটনায় কেউই হতাহত হয়নি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলা হয়, জল থেকে যেন জ্বালামুখী বিস্ফোরণ ঘটেছে এবং আগুনের লাভা সমুদ্রপৃষ্ঠে উঠে আসছে। এই আগুনের গোলাকেই ‘আই অফ ফায়ার’বলে অভিহিত করা হয়েছে।
জলের নীচের পাইপলাইনে কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই পাইপলাইনটি সমুদ্রে পেমেক্স এর প্রধান ক্যু মালুব জ্যাপ অয়েল ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হয়েছে। ক্যু মালুব জ্যাপ ম্যাক্সিকো খাড়ির দক্ষিণপ্রান্তে অবস্থিত। স্থানী সময়ানুসার শুক্রবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ আগুন লাগে। তবে এই ঘটনায় তেল উৎপাদনে কোনও প্রভাব পড়বে না বলেই প্রশাসনিক স্তরে জানানো হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাইপলাইনের ছিদ্রটিকে বুজিয়ে দেওয়া হয়।