পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি সমব্যাথী, তাই ইজরায়েলে প্রীতিম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখান করল লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা। প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনাকে চিঠি দিয়েছিল ইসরাইলের শীর্ষ ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। প্রাথমিক সম্মতিও দেয় বার্সেলোনা। সবকিছু ঠিকঠাক থাকলে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার কারণ ইজরাইলের ওই ক্লাবকে বর্ণবাদী বলে মনে করেছেন মেসিরা।
তাছাড়া অধিকৃত জেরুজালেমে কোনো ম্যাচ খেলতে রাজি নয় বার্সেলোনা। চলতি মাসের শুরুতে জেরুজালেমে পরিকল্পিত ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়ে বার্সেলোনাকে চিঠি দেয় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ সাফ জানিয়েদেন বেইতার জেরুজালেমকে এই ম্যাচ খেলতে তারা ইজরাইল সফর করবে না।