পুবের কলম, ওয়েবডেস্কঃ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন ক্রীড়াপ্রেমীরা। সেই মেসি কিনা ভারতে বিড়ির বিজ্ঞাপন করছেন। আপাতদৃষ্টিতে চমকে যাওয়ারই কথা। তবে মেসির নাম এবং মুখ ব্যবহার করে মুর্শিদাবাদের এক বিড়ি কোম্পানি বাজারে এনেছেন এই বিজ্ঞাপন। যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে সাউথ আমেরিকান ক্লাসিকো জিতে নেয় লা আলবিসেলেস্তে। এরপরই বাজারে আসে ‘মেসি বিড়ি’। বিক্রিও বাড়ে। এমনটাই দাবি ট্যুইটারে একাংশের। ভাইরাল হয়ে যায়, সেই মেসি বিড়ির ছবিও।
জানা গেছে, মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম ও ছবি। সেই ছবি ট্যুইটারে দেখা যেতেই এক রসিক নেটিজেন বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’ কারও মতে, ‘ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ান হয় মেসি-র আর্জেন্টিনা। তারপরই অনুমোদন পেয়েছে এই ব্র্যান্ডের বিড়ি’।
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
এ বলে আমায় দ্যাখ তো, ও বলে আমায়। বাংলা বিড়ির বাজারে যে আপাতত এল ক্লাসিকো চলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মেসি বিড়ি এমনিতেই বাজার কাঁপাতে শুরু করেছিল। এবার বাজারে দেখতে পাওয়া গেল রোনাল্ডো বিড়িও। এই নিয়ে গোটা দেশজুড়েই চলছে মিমের ছড়াছড়ি। এমনকী খোদ দেশের তারকা শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও বিষয়টা নিয়ে মজার ট্যুইট করেছেন।