পুবের কলম ওয়েবডেস্কঃ ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম অলিম্পিক বক্সিংয়ে পি কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন। ৩৮ বছরের মেরি কম ডোমিনিকান রিপাবলিকের মিগুইলিনা হারনান্দেজ গার্সিয়াকে ৪-১ ফলে হারিয়ে উঠে গেলেন প্রি কোয়াটারে। উল্লেখ্য,ডমিনিকান রিপাবলিকের এই প্রতিযোগী সদ্য প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ জয় করে এসেছেন। কিন্তু শুরু থেকেই মেরি কমের কাছে দাঁড়াতে পারেননি হারনান্দেজ। ১৫ বছরের ছোট প্রতিযোগীকে নিজের অভিজ্ঞতার ওপর ভর করেই হারিয়ে টোকিও অলিম্পিক বক্সিংয়ে ভারতের পদক জয়ের আশা জিইয়ে রাখলেন মেরি কম।